আবারও জাপানের নাগরিকদের ভিসা দেবে চীন

টোকিওর বিমানবন্চীদরে ন থেকে আসা যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
টোকিওর বিমানবন্চীদরে ন থেকে আসা যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

টোকিওতে অবস্থিত চীন দূতাবাস ঘোষণা দিয়েছে, তারা খুব শিগগির জাপানের নাগরিকদের ভিসা দেওয়া শুরু করবে।

আজ রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগে জাপান চীন থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক করোনাভাইরাস পরীক্ষা প্রক্রিয়া চালু করলে প্রতিশোধমূলক উদ্যোগ হিসেবে জাপানের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখে বেইজিং। ফলে ১০ জানুয়ারি থেকে জাপানিরা চীনের ভিসা পাচ্ছেন না।

দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া ছোট এক বার্তায় বলা হয়, 'আজ থেকে শুরু করে চীনের দূতাবাস আবারও জাপানের নাগরিকদের সাধারণ ভিসা দেওয়া শুরু করবে'।

চীন একই ধরনের কারণ দেখিয়ে দক্ষিণ কোরিয়ার নাগরিকদেরও ভিসা দেওয়া বন্ধ রেখেছে। এখনও এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

জাপান এখনও চীন থেকে সরাসরি ফ্লাইটে আসা যাত্রীদের ৭২ ঘণ্টা বা তার চেয়ে কম সময় আগে করা পরীক্ষায় নেগেটিভ ফলের প্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা চালু রেখেছে।

এছাড়াও, জাপানে আসার পর তাদের নতুন করে করোনাভাইরাস পরীক্ষাও করা হচ্ছে।

জানুয়ারির শুরুতে বেইজিং টোকিওর এই উদ্যোগকে 'বৈষম্যমূলক' বলে অভিহিত করে। জাপান যুক্তি দেয়, চীনে সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে এ ধরনের উদ্যোগ আবশ্যক হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago