মিশিগানে সন্তানের গুলিতে সহপাঠী নিহত, বাবা-মা অভিযুক্ত

অভিযুক্ত পিতা-মাতা জেমস ও জেনিফার ক্রাম্বলি। ছবি: ওকল্যান্ড কাউন্টি জেলের সৌজন্যে
অভিযুক্ত পিতা-মাতা জেমস ও জেনিফার ক্রাম্বলি। ছবি: ওকল্যান্ড কাউন্টি জেলের সৌজন্যে

তিন বছর আগে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এক স্কুলে এক বন্দুকধারী গুলি করে চার শিক্ষার্থীকে হত্যা করেন। এই ঘটনার জেরে সেই বন্দুকধারীর পিতাকে হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বিবিসি।

বিচারের শুনানিতে যুক্তি দিয়ে আইনজীবীরা প্রমাণ করেছেন যে জেমস ক্রাম্বলি (৪৭) তার ১৫ বছর বয়সী ছেলে সন্তানের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখেননি এবং তিনি তাকে একটি পিস্তল কিনে দিয়েছিলেন, যার মাধ্যমে ২০২১ এর নভেম্বরে সে সহপাঠীদের ওপর হামলা চালায়।

চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে জুরি একদিনের কিছু বেশি সময় নেয়।

একই অভিযোগে তার স্ত্রী জেনিফার ক্রাম্বলিকেও অভিযুক্ত করা হয়েছে।

ক্রাম্বলি দম্পতির বিরুদ্ধে আগামী ৯ এপ্রিল রায় ঘোষণা করা হবে। তাদের বিরুদ্ধে আনা হত্যাকাণ্ডের অভিযোগের সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেমস ক্রাম্বলিকে রায় পড়ে শোনানো হলেও তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি।

যুক্তরাষ্ট্রে সন্তানের বন্দুকহামলা ও হত্যাকাণ্ডের জন্য এবারই প্রথম কোনো পিতা-মাতাকে অভিযুক্ত করা হল।

ক্রাম্বলি দম্পতির সন্তান ইথান তার সহপাঠী টেইট মায়ার (১৬), হানা সেইন্ট জুলিয়ানা (১৪), ম্যাডিসিন বল্ডউইন (১৭) ও জাস্টিন শিলিংকে (১৭) গুলি করে হত্যা করে। এ ঘটনা আরও সাতজন আহত হন।

ইথানকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তাকে কখনো প্যারোলে মুক্তি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

হত্যাকারী ইথান ক্রাম্বলি। ছবি: এএফপি
হত্যাকারী ইথান ক্রাম্বলি। ছবি: এএফপি

কৌসুলি ক্যারেন ম্যাকডোনাল্ড এক সংবাদ সম্মেলনে চার নিহত শিশুর অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এই রায় 'তাদের সন্তানদের ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু এটা জবাবদিহিতা নিশ্চিতের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।'

'সামান্য উদ্যোগ নিলে এই অভিভাবকরা (ক্রাম্বলি দম্পতি) এই মর্মান্তিক ঘটনা প্রতিহত করতে পারতেন', যোগ করেন ক্যারেন।

এ সপ্তাহের শুরুতে ছয় পুরুষ ও ছয় নারীর সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের সামনে যুক্তি উপস্থাপনের সময় ক্যারেন বলেন, 'অক্সফোর্ড হাইস্কুলের এই হামলা সম্পর্কে আগে থেকেই পূর্বাভাষ দেওয়া যেত এবং একে ঠেকানো সম্ভব ছিল।'

তিনি আরও জানান, জেমস ক্রাম্বলি যা করেছেন, তা 'বিরল ও নিন্দনীয়।'

'তিনি তার সন্তানকে উপহার হিসেবে একটি সেমি-অটোম্যাটিক পিস্তল কিনে দেন, কিন্তু ছেলেটি যাতে অন্যদের জন্য ঝুঁকি হয়ে উঠতে না পারে, সে ব্যাপারে ন্যুনতম নিরাপত্তার উদ্যোগও তিনি নেননি', যোগ করেন ক্যারেন।

একটি নয় মিলিমিটার সিগ সয়ার পিস্তল। ছবি: রয়টার্স
একটি নয় মিলিমিটার সিগ সয়ার পিস্তল। ছবি: রয়টার্স

কৌসুলিরা আরও জানান, ইথানের মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, কিন্তু তার বাবা-মা সেদিকে একেবারেই নজর দেননি।

ঘটনার দিন সকালে স্কুলে ইথানের শিক্ষকদের সঙ্গে একটি পূর্বনির্ধারিত বৈঠক শেষ না করেই বের হয়ে যায় ক্রাম্বলি দম্পতি।

ইথান কিছু ছবি এঁকেছিল, যা দেখে তার শিক্ষকরা তার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তার পিতা-মাতাকে স্কুলে ডেকে পাঠান।

কিন্তু বৈঠক শুরুর অল্প সময় পর ক্রাম্বলি দম্পতি নিজ নিজ কাজে চলে যায় এবং তারা সন্তানকে সঙ্গে নিতে বা বাসায় নিয়ে যেতেও রাজি হননি। অগত্যা ইথানকে শ্রেণীকক্ষে ফেরত পাঠায় স্কুলের কর্মকর্তারা। সে সময় তারা তার ব্যাকপ্যাক পরীক্ষা করেনি।

পরবর্তীতে এই ব্যাকপ্যাকে থাকা পিস্তল দিয়ে তার সহপাঠীদের ওপর গুলি চালায় ইথান।

জেমস ক্রাম্বলি বন্দুকহামলার সংবাদ পেয়ে কর্মস্থল থেকে বাসায় ছুটে এসে সেই পিস্তলের খোঁজ করেন। তিনি ডোরড্যাশ ডেলিভারি ড্রাইভারের কাজ করতেন।

জেমস ক্রাম্বলি। ছবি: রয়টার্স
জেমস ক্রাম্বলি। ছবি: রয়টার্স

জেমস ক্রাম্বলির আইনজীবী মারিয়েল লেম্যান যুক্তি দেন, 'জেমস জানতেন না তার ছেলে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।'

জেমস কোনো স্বীকারোক্তি দেননি। তবে তার স্ত্রী আদালতে দাঁড়িয়ে তার স্বামীকে এ ঘটনার জন্য দায়ী করার চেষ্টা চালান।

জেনিফার ও জেমস ক্রাম্বলি বন্দুকহামলার ঘটনার কয়েকদিন আগেই ইথানকে নয় মিলিমিটার সিগ সয়ার পিস্তলটি কিনে দিয়েছিলেন।

 

Comments

The Daily Star  | English

Liverpool forward Diogo Jota dies in car crash in Spain: report

The Portuguese married Rute Cardoso on 22 June 2025, just 10 days before his death

29m ago