টাইটানের টুকরো অবশিষ্টাংশে ‘দেহাবশেষ’

কানাডার জাহাজ হরাইজন আর্কটিক যাত্রীদের দেহাবশেষ ও ডুবোযানের ক্ষতিগ্রস্ত ধাতব অংশ সেইন্ট জনের নিউফাউন্ডল্যান্ডে বহন করে নিয়ে আসে। ছবি: রয়টার্স
কানাডার জাহাজ হরাইজন আর্কটিক যাত্রীদের দেহাবশেষ ও ডুবোযানের ক্ষতিগ্রস্ত ধাতব অংশ সেইন্ট জনের নিউফাউন্ডল্যান্ডে বহন করে নিয়ে আসে। ছবি: রয়টার্স

টাইটান ডুবোযানের অবশিষ্ঠাংশ উপকূলে নিয়ে আসার পর মার্কিন কোস্ট গার্ড জানায়, ধ্বংসাবশেষের মধ্যে এমন কিছু বস্তু পাওয়া গেছে, যা তারা নিহত যাত্রীদের 'দেহাবশেষ' বলে ধারণা করছেন। 

আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের মেডিকেল বিশেষজ্ঞরা এর বিশ্লেষণ করে দুর্ঘটনার মূল কারণ জানতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

বুধবার কানাডার সেন্ট জনসে হরাইজন আর্কটিক জাহাজ থেকে সাবমেরিন টাইটানের ধাতব ধ্বংসাবশেষ নামানো হয়ে।

বুধবার মার্কিন কোস্ট গার্ড জানায়, কানাডার জাহাজ হরাইজন আর্কটিক যাত্রীদের দেহাবশেষ ও ডুবোযানের ক্ষতিগ্রস্ত ধাতব অংশ দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার উত্তরে, সেইন্ট জনের নিউফাউন্ডল্যান্ডে বহন করে নিয়ে আসে।

এ সপ্তাহে কোস্ট গার্ডের অপর একটি জাহাজে করে এই তথ্যপ্রমাণগুলোকে একটি মার্কিন বন্দরে নিয়ে আসা হবে। সেখানে নৌবাহিনীর তদন্ত বোর্ড এগুলো বিশ্লেষণ ও পরীক্ষা করবে। 

১৯১২ সালে ডুবে যাওয়া বিখ্যাত টাইটানিক জাহাজটি দেখতে গিয়ে সাবমেরিনটিতে থাকা ৫ জনই মারা যান। উত্তর আটলান্টিকের ৩ হাজার ৮০০ মিটার (১২ হাজার ৫০০ ফুট) গভীরতায় ঘটনাটি ঘটে।

 

Comments

The Daily Star  | English

Bangladesh at a historic crossroads: Dr Kamal Hossain

Eminent jurist Dr Kamal Hossain today said Bangladesh stands at a turning point of history following recent mass uprisings

1h ago