বিএম ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও দেহাবশেষ উদ্ধার

বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিএম কনটেইনার ডিপো। ছবি: এফ এম মিজানুর রহমান/স্টার

বিস্ফোরণের ১ মাস পর চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপের ভেতর থেকে মানুষের মাথার খুলি ও হাড় পাওয়া গেছে।  

এ ব্যাপারে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল সোয়া ১০টার দিকে ডিপোর কর্মীরা ওয়্যারহাউস শেড এলাকা পরিষ্কার করার সময় মানুষের মাথার খুলি ও হাড়ের কিছু অংশের সন্ধান পান।'

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর জন্য উদ্ধার হওয়া ওই দেহাবশেষ সংগ্রহ করেছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এখন মৃতের সংখ্যা ৫১ জনে দাঁড়িয়েছে।'

গত ৪ জুন চট্টগ্রামের এই কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

তদন্তকারীরা বলছেন, ডিপোতে হাইড্রোজেন পারঅক্সাইড ভরা কমপক্ষে ২৭টি কনটেইনার মজুত ছিল। এগুলোতে আগুন লেগে মারাত্মক বিস্ফোরণে ১০ জন অগ্নিনির্বাপক কর্মীসহ মোট ৫০ নিহন হন। আহত হন ২৫০ জনের বেশি মানুষ।

এ ঘটনায় অবহেলার অভিযোগ এনে পুলিশ ডিপোর ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করলেও মালিকের নাম বাদ দেয়।

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

2h ago