কেনটাকিতে ব্যাংক কর্মকর্তার গুলিতে ৫ সহকর্মী নিহত

ব্যাংক কর্মকর্তা কনর স্টারজানের (২৩) গুলিতে প্রাণ হারিয়েছেন তার ৫ সহকর্মী। ছবি: লিংকডইন প্রোফাইল থেকে সংগৃহীত
ব্যাংক কর্মকর্তা কনর স্টারজানের (২৩) গুলিতে প্রাণ হারিয়েছেন তার ৫ সহকর্মী। ছবি: লিংকডইন প্রোফাইল থেকে সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে ২৩ বছর বয়সী ১ ব্যাংক কর্মকর্তার রাইফেলের গুলিতে তার ৫ সহকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স লুইসভিল পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, সোমবার সহকর্মীদের ওপর হামলা চালানোর পুরো সময়টা উল্লেখিত ব্যাংক কর্মকর্তা লাইভ স্ট্রিম করেন। 

লুইসভিল পুলিশ আততায়ীর পরিচয় জানতে পেরেছে। কনর স্টারজান গত বছর ওল্ড ন্যাশনাল ব্যাংকের ডাউনটাউন শাখায় স্থায়ী পদে যোগ দিয়েছিলেন।

আইন শৃঙ্খলা বাহিনীর গোপন সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সম্প্রতি আততায়ী কনরকে চাকুরিচ্যুত করার সিদ্ধান্তের বিষয়ে একটি নোটিশ পাঠানো হয়েছিল।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থলেই হামলাকারী নিজেও গুলির আঘাতে প্রাণ হারিয়েছেন। তবে তিনি পুলিশের গুলিতে মারা গেছেন না আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রে বেশ কিছুদিন ধরে চলতে থাকা অনিয়ন্ত্রিত বন্দুক হামলার ঘটনায় এটি সর্বশেষ সহযোজন।

স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় হামলার সংবাদ পাওয়ার কয়েক মিনিটের মাঝেই পুলিশ স্লাগার ফিল্ড বেসবল স্টেডিয়ামের কাছে অবস্থিত ব্যাংকটিতে উপস্থিত হয়।

লুইসভিলের পুলিশ বাহিনীর প্রধান জ্যাকুলিন গুইন ভিলারল সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ রাইফেলধারী আততায়ীর উদ্দেশে গুলি ছোড়ে। তিনি আরও জানান, ব্যাংক কর্মকর্তাটি হামলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করছিলেন।

নিহতরা হলেন জশুয়া ব্যারিক (৪০), ডিয়ানা একার্ট (৫৭), টমাস এলিয়ট (৬৩), জুলিয়ানা ফারমার (৪৫) ও জেমস টাট (৬৪)।

কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বিশিয়ার কান্নাজড়িত কণ্ঠে সংবাদ ব্রিফিং এ জানান, তিনি ভুক্তভোগীদের কয়েকজনকে ব্যক্তিগত ভাবে চিনতেন, যাদের মাঝে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এলিয়ট অন্যতম।

আহতদের মাঝে ২ পুলিশ কর্মকর্তা রয়েছেন। সদ্য পুলিশ অ্যাকাডেমি থেকে পাস করে আসা ২৬ বছর বয়সী পুলিশ কর্মকর্তা মাথায় আঘাত পেয়ে আশঙ্কাজনক অবস্থায় লুইসভিল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ জানিয়েছে, সোমবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে।

৯ আহত ব্যক্তির প্রত্যেকেই একই হাসপাতালে ভর্তি আছেন বলে হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন। আরও ২ আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় আছেন বলেও তিনি জানান।

কনরের মায়ের ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি লুইসভিলের উত্তরে অবস্থিত দক্ষিণ ইন্ডিয়ানায় বেড়ে ওঠেছেন। ২০১৬ সালে ব্যবসা প্রশাসন বিষয়ে আলাবামা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। স্কুল জীবনে অ্যাথলেটিক্স ও বেসবল খেলতেন তিনি।

ওল্ড ন্যাশনাল ব্যাংকের এ শাখায় বন্দুক হামলার ঘটনা ঘটে। ছবি: রয়টার্স
ওল্ড ন্যাশনাল ব্যাংকের এ শাখায় বন্দুক হামলার ঘটনা ঘটে। ছবি: রয়টার্স

কনরের লিংকডইন প্রোফাইল মতে, তিনি ২০১৮ থেকে ২০২২ এর মাঝে ৩ বার ব্যাংকটিতে ইন্টার্নশিপ করেছেন। ২০২২ এ পোর্টফলিও ব্যাংকার হিসেবে পূর্ণকালীন নিয়োগ পান।

৬ লাখ ২৫ হাজার মানুষের শহর লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ বলেন, 'এটি একটি সুনির্দিষ্ট লক্ষ্যে চালানো অশুভ সহিংসতা'।

এর আগেও বন্দুকধারীরা তাদের হামলা লাইভ স্ট্রিমে সম্প্রচার করেছেন। ২০২২ এর মে মাসে নিউ ইয়র্কের বাফেলোতে ১ ব্যক্তি ১০ জন কে হত্যা করার সময় তা লাইভে প্রচার করেন। একই ভাবে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ২ মসজিদে হামলা চালিয়ে ৫১ জন হত্যা করার সময়ও আততায়ী তা লাইভে স্ট্রিম করেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার বিষয়টি খুবই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। ২০২৩ সালে এখন পর্যন্ত এ ধরনের ১৪৬টি ঘটনা ঘটেছে। ২০১৬ সালের পর এটাই সর্বোচ্চ সহিংসতার রেকর্ড। অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের দেওয়া তথ্য অনুযায়ী, কোনো হামলায় অন্তত ৪ ব্যক্তি গুলির আঘাত পেলে অথবা মারা গেলে (আততায়ী ছাড়া), সে ঘটনাগুলোকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলার প্রতিক্রিয়ায় কংগ্রেসে আগ্নেয়াস্ত্রের নিরাপদ সংরক্ষণ, সকল বন্দুক কিনতে ইচ্ছুক ব্যক্তিদের ব্যাকগ্রাউন্ড চেকের বাধ্যবাধকতা এবং বন্দুক উৎপাদনকারী প্রতিষ্ঠানের দায়মুক্তি বাতিলের ইচ্ছের কথা আবারও প্রকাশ করেন।

ডেমোক্র্যাট দলের নেতা বাইডেন এক বিবৃতিতে বলেন, 'আর কতজন মার্কিন নাগরিক মারা গেলে কংগ্রেসের রিপাবলিকানরা আমাদের সম্প্রদায়গুলোকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেবেন?'

Comments

The Daily Star  | English

Teknaf customs in limbo as 19 mt of rice, authorised by AA, reaches port

The consignment of rice weighing 19 metric tonnes arrived at Teknaf land port on Tuesday evening with the documents sealed and signed by the Arakan Army

4h ago