ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় যুদ্ধ দ্রুত শেষ হবে: জেলেনস্কি

সেপ্টেম্বরে জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে এসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন। ছবি: রয়টার্স
সেপ্টেম্বরে জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে এসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন। ছবি: রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুততম সময়ে শেষ হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে টেলিফোনে 'গঠনমূলক আলোচনা'র পর এ মন্তব্য করেন তিনি।

আজ শনিবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি ছিল ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান। এ যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র সামরিক-অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করে এসেছেন তিনি।

টেলিফোন আলাপে যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প কোনো দাবি জানিয়েছেন কি না, তা বলেননি জেলেনস্কি।

ইউক্রেনের সংবাদমাধ্যম সাসপিলনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, 'হোয়াইট হাউসে আসতে যাওয়া নতুন প্রশাসনের নেতৃত্বে যুদ্ধ দ্রুত শেষ হবে, এটা নিশ্চিত। তারা যুদ্ধ শেষ করতে চায়, দেশের নাগরিকদের কাছে এটিই তাদের প্রতিশ্রুতি।'

তিনি আরও বলেন, 'আগামী বছর যুদ্ধ শেষ করতে এবং কূটনৈতিক উপায়ে শেষ করতে ইউক্রেনকে যা যা করা দরকার, করতে হবে।'

সাক্ষাৎকারে জেলেনস্কি স্বীকার করেন, যুদ্ধে এখন সুবিধাজনক অবস্থানে নেই ইউক্রেন। যুদ্ধক্ষেত্রে রাশিয়া বেশি এগিয়ে আছে।

 

Comments

The Daily Star  | English

Fire breaks out at Korail slum

Five fire engines are rushing to the spot after the blaze originated around 4:15pm

14m ago