বাখমুতে ইউক্রেন-রাশিয়ার অতিরিক্ত সেনা

পরিখা খুঁড়ে বাখমুতের সুরক্ষা নিশ্চিত করছেন ১ ইউক্রেনীয় সেনা। ছবি: রয়টার্স
পরিখা খুঁড়ে বাখমুতের সুরক্ষা নিশ্চিত করছেন ১ ইউক্রেনীয় সেনা। ছবি: রয়টার্স

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাখমুতের দখল নেওয়ার জন্য আগ্রাসনের শুরু থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের দনবাস ও দনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে জন্য বাখমুতের দখল রাখা তাদের জন্য খুবই জরুরি।

আজ মঙ্গলবার রুশ সংবাদমাধ্যম তাস রাশিয়ার নিয়োগ দেওয়া দনেৎস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিনের বরাত দিয়ে জানিয়েছে, বাখমুতের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ।

লাইভ টিভিতে সম্প্রচারিত বক্তব্যে তিনি আরও বলেন, 'আরটিওমোভস্কের (বাখমুতের রুশ নাম) বিষয়ে বলা যায়, সেখানে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। তবে, খুব অল্প সংখ্যক উঁচু দালান ইউক্রেনীয় বাহিনীর দখলে রয়েছে।'

তিনি দাবি করেন, নতুন করে সেনা মোতায়েনের পর রুশ বাহিনী সামনে আগাচ্ছে।

তবে পুশিলিন উল্লেখ করেন, ইউক্রেন তাদের রিজার্ভ বাহিনী মোতায়েন করায় যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি আরও জটিল হয়েছে।

'আমরাও বাড়তি সেনা মোতায়েন করেছি। আমি মনে করি এখনো ২ পক্ষের শক্তিমত্তায় সমতা বজায় রয়েছে। এ মুহূর্তে যুদ্ধের মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনার বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন দেখি না। এটা নিঃসন্দেহে কঠিন, তবে এগুলোই একমাত্র এলাকা নয় (যার দখল আমরা নিতে পারি)', যোগ করেন তিনি।

পুশিলিন আরও দাবি করেন, সব বাধা উপেক্ষা করে রুশ বাহিনী এগিয়ে যাচ্ছে।

দনেৎস্কের কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত বাখমুত দনবাসে ইউক্রেনীয় বাহিনীর কাছে অস্ত্র ও রসদ পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ সরবরাহ-পথ। এ শহরের দখল নিতে ২ পক্ষ দীর্ঘ সময় ধরে রক্তক্ষয়ী যুদ্ধে নিয়োজিত রয়েছে।

 

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

9h ago