কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় আহত ৫, দাবি ইউক্রেনের

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা
কিয়েভে ড্রোনের ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্ত গাড়ি। ৮ মে ২০২৩। ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা।

আজ মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা চলার সময় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর হাতে ধ্বংস হওয়া ড্রোনের অংশবিশেষ আবাসিক ভবন ও গাড়ির ওপর পড়লে অন্তত ৫ জন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনীর বার্তায় বলা হয়েছে, 'শত্রু বাহিনী ইরানের তৈরি শাহেদ-১৩৬/১৩১ ড্রোন দিয়ে সারারাত কিয়েভ অঞ্চলে হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সহায়তায় ৩৫টি শাহেদ ড্রোন ধ্বংস করা হয়েছে।'

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো পৃথক বার্তায় জানান, ড্রোনের ধ্বংসাবশেষ রাজধানীর ভিয়াতশিনস্কি জেলায় আবাসিক ভবন ও গাড়ির ওপর পড়ে।

ড্রোনের ধ্বংসাবশেষ সোলোমিয়ানস্কি জেলাতেও পড়েছে বলে বার্তায় বলা হয়।

Comments

The Daily Star  | English

Those speaking against Tarique Rahman are enemies of democracy: Fakhrul

"Those who are doing this are carrying out activities to destroy Bangladesh"

1h ago