ইসরায়েল-হামাস যুদ্ধ: গাজায় নিহত বেড়ে ১৩৫৪

হামাস ইসরায়েল যুদ্ধ
দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিস ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবি: রয়টার্স

গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ বৃহস্পতিবার গাজায় নিহতের সংখ্যা ১ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা ও বিবিসি জানায়, গাজায় আহত হয়েছে কমপক্ষে ৬ হাজার ৪৯ জন।

অন্যদিকে ইসরায়েল-হামাস যুদ্ধে প্রায় ১ হাজার ৩০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে গণমাধ্যমে জানানো হয়েছে।

ইসরায়েল আজ জানিয়েছে, হামাসের হাতে জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় পানি, জ্বালানি প্রবেশ করতে দেওয়া হবে না।

ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, 'যতক্ষণ পর্যন্ত হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেবে, ততক্ষণ পর্যন্ত গাজায় কোনো ধরনের মানবিক সহায়তা ঢুকতে দেওয়া হবে না।'

এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি অপহৃতদের দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত কোনো বৈদ্যুতিক সুইচ চালু করা হবে না, কোনো পানির ট্যাপ খোলা হবে না এবং কোনো জ্বালানির ট্রাক গাজায় প্রবেশ করবে না।

Comments