ইসরায়েলের সামরিক স্থাপনায় হিজবুল্লাহর রকেট হামলা

স্টার অনলাইন ডেস্ক
ইসরায়েলি বাহিনী সোমবার সীমান্ত থেকে দক্ষিণ লেবাননের দিকে গোলাবর্ষণ শুরু করে। ছবি: এএফপি

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের তৃতীয় দিনে ইসরায়েলে রকেট হামলা করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

দক্ষিণ লেবাননে সোমবার ইসরায়েলি বোমা হামলায় ৩ হিজবুল্লাহ সদস্য নিহত হওয়ার পর এ হামলা চালায় তারা। হিজবুল্লাহর এক বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গ্যালিলের দুটি ইসরায়েলি সামরিক স্থাপনায় রকেট ও মর্টার নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। 

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা লেবাননের দিকে আসা বেশ কিছু 'রকেট' শনাক্ত করেছে। তবে এতে কোনো হতাহত হয়নি। লেবাননের দিকে গোলাবর্ষণ অব্যাহত আছে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, ইসরায়েলের গোলার আঘাতে ৩ হিজবুল্লাহ নিহত হয়েছে। তারা হলেন-হুসাম মোহাম্মদ ইব্রাহিম, আলী রায়েফ ফতউনি ও আলী হাসান হোদরোজ।

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন পিআইজের আক্রমণের পর সোমবার দক্ষিণ লেবাননে গোলাবর্ষণ শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। অনুপ্রবেশ করা ২ বন্দুকধারীকে হত্যা করে তারা।

লেবানন-ইসরায়েল সীমান্তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মিশন প্রধান মেজর জেনারেল আরল্ডো লাজারো 'সংশ্লিষ্ট সব পক্ষের' সঙ্গে যোগাযোগ করেছেন। পক্ষগুলোকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

গত শনিবার ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। পরদিন রোববার ইসরায়েল সীমান্তে কামান ও গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।

সংগঠনটি জানায়, ইসরায়েলের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও স্থলপথে হামাসের হামলার সঙ্গে 'একাত্মতা' ঘোষণা করছে হিজবুল্লাহ।

 

Comments

The Daily Star  | English

A floating mosaic of guavas, baskets and people

During the monsoon, Jhalakathi transforms into a floating paradise. Bhimruli guava market comes alive with boats carrying farmers, buyers, and tourists.

10h ago