হ্যানিবল গাদ্দাফিকে আশঙ্কাজনক অবস্থায় কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর

মুয়াম্মার গাদ্দাফির ছেলে হ্যানিবল গাদ্দাফি। ফাইল ছবি: রয়টার্স
মুয়াম্মার গাদ্দাফির ছেলে হ্যানিবল গাদ্দাফি। ফাইল ছবি: রয়টার্স

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে হ্যানিবল গাদ্দাফিকে লেবাননের কারাগার থেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গতকাল রোববার বার্তাসংস্থা রয়টার্স দুবাই ভিত্তিক আল-হাদাথ টিভি চ্যানেলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই হ্যানিবল গাদ্দাফিকে ২০১৫ থেকে কারাবরণ করছেন। গত মাসে তিনি এর প্রতিবাদে অনশন শুরু করেন।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে আল-হাদাথ জানায়, তার দেহে ব্লাড সুগারের মাত্রা অনেক কমে যাওয়ায় তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। 

লেবাননের মুসলিম শিয়া আলেম ইমাম মুসা আল-সদর ১৯৭৮ সালে লিবিয়া সফরে যেয়ে নিখোঁজ হন। হ্যানিবল গাদ্দাফির বিরুদ্ধে এ ঘটনা সম্পর্কে তথ্য লুকিয়ে রাখার অভিযোগ আনা হয়। 

২০১১ সালে বিদ্রোহীরা মুয়াম্মার গাদ্দাফিকে আটক করে হত্যা করেন।

 

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

14h ago