তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচ থেকে বাঁচার আকুতি

'মানুষ এখনো ধসে পড়া ভবনের নিচে আটকা আছে। তাদের সাহায্য প্রয়োজন।'
তুরস্কের কাহরামানমারাসে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া ভবন। ছবি: রয়টার্স
তুরস্কের কাহরামানমারাসে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া ভবন। ছবি: রয়টার্স

ইস্তাম্বুল থেকে তুর্কি সাংবাদিক ইব্রাহিম হাস্কোলোগলু বিবিসি নিউজ চ্যানেলের এক সাংবাদিকের কাছে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি ব্যাখ্যা করেছেন।

ইব্রাহিম হাস্কোলোগলু বলেন, 'মানুষ এখনো ধসে পড়া ভবনের নিচে আটকা আছে। তাদের সাহায্য প্রয়োজন।'

গতকালের ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মালতিয়া এলাকার বাসিন্দা ওই সাংবাদিক। তিনি বলেন, 'মানুষকে সহায়তা করতে তিনি দ্রুত বাড়ি ফেরার পরিকল্পনা করছেন।'

তিনি বিবিসি নিউজ চ্যানেলকে বলেন, 'ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়ারা আমাকে ও অন্যান্য সাংবাদিকদের ভিডিও, ভয়েস নোট এবং লাইভ লোকেশন পাঠাচ্ছেন। তারা বাঁচার আঁকুতি জানাচ্ছেন।'

'তারা আমাদের তাদের অবস্থান জানাচ্ছেন। কিন্তু, আমরা কিছুই করতে পারছি না। তুরস্কের সব ধরনের আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন,' বলেন তিনি।

Comments