তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প

মৃত্যু ২৪ হাজার ছাড়াল

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পের পর তুরস্কের হাতায় প্রদেশের একটি সড়কের অবস্থা। ছবি: রয়টার্স

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এএফপির তথ্য অনুযায়ী, তুরস্কে ২০ হাজার ৬৬৫ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৫৫৩ জনসহ এখন পর্যন্ত ২৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান বলেছেন, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় মাত্র দুটি ত্রাণ বহর পৌঁছেছে। তিনি অবিলম্বে ওই এলাকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, যেন সবার কাছে সহায়তা পৌঁছাতে পারে।

এর আগে, গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। পরে মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে বিধ্বস্ত ১০টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন।

১৯৯৯ সালের পর থেকে তুরস্কে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে হাজার হাজার ভবন ধসে পড়েছে, হাসপাতাল ও স্কুল ধ্বংস হয়ে গেছে। এতে তুরস্ক ও সিরিয়ার বেশ কয়েকটি শহরে কয়েক হাজার মানুষ আহত ও গৃহহীন হয়ে পড়েছেন।

Comments

The Daily Star  | English

Ex-land minister Narayon Chandra Chanda arrested

Former Land Minister Narayon Chandra Chanda was arrested from Jhenaidah today as he attempted to flee India crossing the border illegally

7m ago