তুরস্কে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

তুরস্কে বাংলাদেশিদের ঈদ
তুরস্কে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী। ছবি: সংগৃহীত

তুরস্কের ঐতিহাসিক ও বাণিজ্যিক শহর ইস্তাম্বুলে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন তুরস্ক-বাসাত।

গত শনিবার ইস্তাম্বুলের কাছে পলোনেজকয়ের প্রাকৃতিক পরিবেশের জমহুরিয়াত পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রবাসজীবনের একগুঁয়েমি কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একত্রিত হন শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ শতাধিক প্রবাসী বাংলাদেশি।

দিনব্যাপী আয়োজনে ছিল মোরগ লড়াই, গুপ্তধন উদ্ধার, চামচ মুখে মার্বেল দৌড়, হাঁড়ি ভাঙা, বালিশ খেলা, বেলুন ফাটানো ও দেশীয় খেলাধুলা।

এছাড়াও ছিল ক্রিকেট, হ্যান্ডবল, কর্নহোল ও মিনি বিলিয়ার্ড প্রতিযোগিতা।

ঈদ পুনর্মিলনীতে ছোট শিশুদের সরব ও প্রাণোজ্জল উপস্থিতি আর মেয়েদের মেহেদি উৎসব ছিল বেশ উপভোগ্য।

উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। খেলাধুলায় বিজয়ীদের আকর্ষণীয় পুরষ্কারে সম্মানিত করা হয়।

লেখক: তুরস্কপ্রবাসী বাংলাদেশি সংগঠক

Comments

The Daily Star  | English

CA reiterates 2 possible polls timelines

Chief Adviser Prof Muhammad Yunus has once again said the next general election will likely be held in December 2025 or by mid-2026.

6h ago