রাশিয়ার উত্তর ককেশাসে সুখোই-৩৪ যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

রুশ সুখোই এসইউ-৩৪ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

একটি রুশ সুখোই-৩৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রাশিয়ার উত্তরে নর্থ ককেশাসের ওসেতা প্রদেশে প্রশিক্ষণ চলাকালে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, 'উত্তর ওসেতিয়া-আলানিয়া প্রদেশে রুশ বিমানবাহিনীর একটি এসইউ (সুখোই) ৩৪ যুদ্ধবিমান প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়েছে। একটি জনমানবহীন এলাকায় এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ক্রুরা নিহত হয়েছেন।'

রাশিয়ার সুখোই-৩৪ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
রাশিয়ার সুখোই-৩৪ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণেই মূলত যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় উল্লেখ করেছে, দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানের জন্য ঘটনাস্থলে একটি বিশেষ প্রতিনিধি দল তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

রুশ রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জরুরি সেবাদাতাদের বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধবিমানটিতে দুইজন পাইলট ছিলেন।

সুখোই-৩৪ হচ্ছে সোভিয়েত আমলে নির্মিত এক ধরনের মধ্য পাল্লার সুপারসনিক যুদ্ধবিমান, যেটি একইসঙ্গে বোমারু বিমানের ভূমিকাও পালন করতে পারে। সব ধরনের আবহাওয়ার মধ্য দিয়ে এই বিমান উড়তে সক্ষম।

 

Comments

The Daily Star  | English

JnU students begin mass hunger strike

Approximately 5,000 current and former students have joined the protest

2h ago