আত্মীয়র সঙ্গে দেখা করার দিন আজ

রয়টার্স ফাইল ছবি

আত্মীয়-স্বজনের খোঁজ নেওয়া আমাদের দায়িত্ব। যদিও ব্যস্ততার কারণে সবসময় খোঁজ-খবর নেওয়া সম্ভব হয় না। তবে, আজ আপনার আত্মীয়ের বাসায় গিয়ে খোঁজ নিতে পারেন, তাকে চমকে দিতে পারেন। কারণ, আজ ১৮ মে 'ভিজিট ইওর রিলেটিভস ডে', একটু সহজ করে বাংলায় যাকে আমরা বলতে পারি 'আত্মীয়র সঙ্গে দেখা করার দিন' বা 'আত্মীয়র খোঁজ-খবর নেওয়ার দিন'।

আমাদের শৈশবে নানারকম স্মৃতি থাকে। যার বেশিরভাগ থাকে আত্মীয়-স্বজনদের সঙ্গে। কারণ শৈশবের বেশিরভাগ সময় কাটে চাচাত ভাইবোন, খালাত ভাইবোন বা মামাত-ফুফাত ভাইবোনদের সঙ্গে। সেই সময়গুলোই জীবনের সবচেয়ে মধুর সময়। তখনকার স্মৃতিগুলোও রঙিন। সেই স্মৃতি কখনো মধুর, কখনো অম্ল। স্মৃতি যেমনই হোক না, আমরা ভুলতে পারি না। বরং এসব মনে করে আমাদের মাঝে অন্যরকম অনুভূতি তৈরি হয়।

বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যস্ত হয়ে উঠি। পরিবার, ক্যারিয়ার আমাদের সময়কে রুটিনমাফিক করে ফেলে। এ কারণে শৈশবের সঙ্গীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা সম্ভব হয় না। যদিও সময়ের সঙ্গে যোগাযোগ মাধ্যমে অনেক পরিবর্তন এসেছে। চিঠির জায়গা দখল করেছে মোবাইল ফোন। শুধু হাতে মোবাইল তুলে একটি কল করলেই যে কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব। তবে, সরাসরি দেখা করলে সম্পর্কের উন্নতি হয়, আন্তরিকতা বাড়ে। এছাড়া কাছের ও দূরের উভয় আত্মীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা আমাদের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।

ভিজিট ইওর রিলেটিভস ডে'র অন্যতম উদ্দেশ্য সেসব আত্মীয়র সঙ্গে সরাসরি যোগাযোগ করা বা দেখা করা যাদের সঙ্গে আমাদের দীর্ঘদিন সাক্ষাৎ হয় না। তাই আজ সময় বের করে কোনো আত্মীয়র বাড়িতে ঘুরতে যেতে পারেন। তাহলে দেখাও হয়ে যাবে, আবার নিঃসঙ্গতা দূর হবে।

কীভাবে এই দিবসের প্রচলন হয়েছিল তা জানা না গেলেও আজ দিনটি আপনি উদযাপন করতেই পারেন। দেখা করতে পারেন এমন একজন আত্মীয়র সঙ্গে, যার সঙ্গে আপনার দীর্ঘদিন দেখা হয় না।

Comments

The Daily Star  | English

Aid allocation to be trimmed in next budget

The plan comes as $42.85b foreign funds remained unused at start of current FY

14h ago