চট্টগ্রামে সাবেক ওসিকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিনকে শারীরিক হেনস্থা করে পুলিশ তুলে দেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিস্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত শহীদুল ইসলাম শহীদ চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন।
স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক এম আবু বক্কর রাজুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে শহীদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিস্কার করা হলো।
গতকাল সোমবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সাবেক ওসি নেজাম উদ্দিনকে রাস্তা থেকে ধরে পুলিশে দেয় বিএনপি নেতাকর্মীরা।
পুলিশ কর্মকর্তা নেজামকে মারধর ও হেনস্থার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
Comments