আ. লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতা আটক
![নরসিংদীর শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া। ছবি: সংগৃহীত](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2025/02/11/joj_mia.jpg)
নরসিংদীর শিবপুরে এক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর করেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে।
গতকাল সোমবার রাত ১০টার দিকে শিবপুর থানায় এ ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন।
স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম আবিদ হাসান জজ মিয়া। তিনি উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে এবং শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
শিবপুর থানার পুলিশ বলছে, শিবপুর উপজেলার জয়নগরের ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গতকাল বিকালে গ্রেফতার করে পুলিশ।
খবর পেয়ে রাত ১০টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া দলবল নিয়ে থানায় আসেন।
পুলিশ জানায়, থানায় এসেই হাজতখানায় ঢুকে নাদিম সরকারের সঙ্গে দেখা করতে চান জজ মিয়া।
কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি সবুজ মিয়াকে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, জজ মিয়া পুলিশের উদ্দেশে হুমকি দিয়ে বলেন, 'এই থানায় চাকরি করতে হলে আমাকে চিনতে হবে, আমার কথা শুনতে হবে। তা না হলে এখানে চাকরি করা যাবে না।'
তিনি নাদিম সরকারকে ছেড়ে দেওয়ার জন্যও চাপ দেন। ছেড়ে না দেয়ায় পুলিশ সদস্যকে মারধর করেন। পরে পুলিশ তাকে ঘটনাস্থলেই আটক করে।
এ ঘটনায় আহত কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সদস্যরা জানান, আটক জজ মিয়া একজন পেশাদার সন্ত্রাসী।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হওয়ার পর তার দৌরাত্ম্য আরও বেড়ে যায়। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আবিদের বিরুদ্ধে শিবপুর থানায় বিভিন্ন অপরাধ সংগঠনের অভিযোগে একাধিক মামলা রয়েছে।'
Comments