বিএনপি অফিস ভাঙচুর

খুলনায় শেখ হাসিনার ৪ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা

খুলনা

খুলনায় শেখ হাসিনার ৪ চাচাতো ভাই খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবুসহ ২১৬ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে খালিশপুর থানায় মামলা দুটি দায়ের করেন ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক শেখ দবির ও ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. ইকরাম মিন্টু। দুটি মামলার বেশিরভাগ আসামি একই ব্যক্তি।

শেখ দবিরের মামলায় ২০২২ সালের ২৭ আগস্ট ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। অন্য মামলাটি হয়েছে ২০২৩ সালের ২২ অক্টোবর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে।

খালিশপুর থানার থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার মৈত্র মামলা দায়ের হওয়ার কথা নিশ্চিত করেছেন।

দুই মামলায় খুলনা নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, নগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, খুলনা সিটি করপোরেশনের ১৫ জন ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে খালিশপুর থানায় মামলা দুটি দায়ের করেন ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক শেখ দবির ও ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. ইকরাম মিন্টু। দুটি মামলার বেশিরভাগ আসামি একই ব্যক্তি।

৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুরের মামলায় ১১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। অন্য মামলায় ১০৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে খুলনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে খালিশপুর থানায় একটি এবং দৌলতপুর থানায় আরও একটি মামলা হয়।

Comments

The Daily Star  | English

Yunus urges patience, promises polls roadmap soon after electoral reforms

He said the election train has started its journey and will not stop

18m ago