প্রতিহিংসা-প্রতিশোধ নয়, প্রেম-ভালোবাসা দিয়ে কাজ করতে হবে: মির্জা ফখরুল

‘শুধু ফারাক্কা নয়, গঙ্গাসহ ১৫৪ অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ভারত গড়িমসি করছে’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন।

আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, 'আমরা দীর্ঘ লড়াই করেছি… তারপর যদি মনে করেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন একটা ভাসমান অবস্থায় আছে। যেকোনো মুহূর্তে ভারতে বসে শেখ হাসিনা তার সুযোগ গ্রহণ করতে পারেন… ইতোমধ্যে চক্রান্ত শুরু করেছেন, সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ।'

তিনি বলেন, 'বিএনপি ১৭ বছর ধরে লড়াই করে একটা ভিত্তি তৈরি করেছে, সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে তরুণ-যুবক-ছাত্ররা আন্দোলন বিজয় পর্যায়ে নিয়ে গেছে... বুকের রক্ত ঢেলে দিয়েছে… আবু সাঈদ থেকে শুরু করে আরও অনেকে… প্রায় হাজারখানেক শিক্ষার্থী প্রাণ দিয়েছে।'

মির্জা ফখরুল বলেন, 'এই যে কমিউনালিজমের কথা বলছে, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার এসব কথা বলছে… এটা একটা চক্রান্ত। এই কথা বলে ধোঁয়া তুলে তারা (আওয়ামী লীগ) আরেকটা ঝগড়া করতে চায়। আপনারা নিজ নিজ এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করুন, শান্তি ব্রিগেড তৈরি করে পাহারা দেবেন। সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা পাহারা দেবেন… তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জানমালের দায়িত্ব কিন্তু আপনাদের।'

বিএনপি চেয়ারপারসনের নির্দেশ অনুযায়ী 'প্রেম ও ভালোবাসা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে' বলেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা অনেক বিপদে পড়ে যাব। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি, নব্য ফ্যাসিবাদ যেন না আসতে পারে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে।"

তিনি বলেন, 'এই সরকার একেবারে নরম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার… এটা মনে রাখতে হবে। তাদের দায়িত্ব একটা নির্বাচন করে দিয়ে যাবে। জঞ্জাল জমা হয়েছে। এই জঞ্জাল সাফ করতে হবে। এজন্য তাদের কিছু সময় দিতে হবে। প্রেম, ভালোবাসা দিয়ে সবাইকে কাজ করতে হবে। কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়।'

আজকের মিলাদ মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি, আশু সুস্থতা কামনা এবং চলমান আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ঢাকা ছাড়াও সারা দেশে মহানগর, জেলা ও উপজেলায় এই দোয়া মাহফিল হচ্ছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর পরিচালনায় দোয়া মাহফিলে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Has IMF experiment delivered?

Two years after Bangladesh turned to the International Monetary Fund (IMF) for a $4.7 billion bailout to address its worsening macroeconomic pressures, the nation stands at a crossroads.

8h ago