নাশকতার পরিকল্পনার অভিযোগে পাবনা জেলা বিএনপি সদস্য সচিব আটক
নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারকে সোমবার রাতে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাবনা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।'
সোমবার রাত ১০টার দিকে পাবনা শহরের রাঘবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এ ব্যাপারে জেলা বিএনপির নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, চলমান আন্দোলন কর্মসূচি বাঁধাগ্রস্ত করতেই এভাবে নেতাকর্মীদের আটক করা হচ্ছে।
Comments