চাঁদপুরের ‘জামায়াতের’ ১১ নারী সদস্য আটক

জামায়াতের নারী সদস্যকে আটক
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

চাঁদপুরের হাজীগঞ্জে 'গোপন বৈঠককালে' জামায়াতে ইসলামীর ১১ নারী সদস্যকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, গতকাল রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারের কিউসি টাওয়ারের ১১ তলায় অবসরকালীন ছুটিতে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালামের ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিক তদন্ত ও আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

তবে তিনি আটকদের নাম-পরিচয় জানাননি।

পুলিশ সূত্র জানায়, কিউসি টাওয়ারের ১১ তলার 'বি' ব্লকে বাসা ভাড়া নিয়ে পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বাস করছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম।

তিনি বাসা ভাড়া নেওয়ার পর থেকে ওই বাসায় জামায়াতের নারী সদস্যরা আসা-যাওয়া ও গোপন বৈঠক করেন—এমন সংবাদের ভিত্তিতে ওই বাসাসহ ভবনটি পুলিশ নজরদারিতে রাখে।

ওই বাসা থেকে জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রশিদ বই ও দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে বলেও পুলিশ জানায়।

কিউসি টাওয়ারের 'বি' ব্লকের মালিক মো. সফিকুর রহমান কথা বলতে রাজি হননি।

বাড়ির দারোয়ান মো. সিদ্দিকুর রহমান ডেইলি স্টারকে জানান, ওই বাসায় প্রায় সময় নারীরা আসা-যাওয়া করতেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালামকে বাসায় পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago