সমাবেশস্থলে খিচুড়ি-পানি-শুকনো খাবার বিতরণ করছেন বিএনপির স্বেচ্ছাসেবকরা

খিচুড়ি-পানি-শুকনো খাবার বিতরণ
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশে নেতাকর্মীদের মধ্যে খিচুড়ি, পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়। ১০ ডিসেম্বর ২০২২। ছবি: দীপন নন্দী/স্টার

রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে নেতাকর্মীদের মধ্যে খোলা ট্রাকে করে খিচুড়ি, পানি ও শুকনো খাবার বিতরণ করছেন দলের স্বেচ্ছাসেবকরা।

আজ শনিবার দুপুরে এ দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, আজ সকাল থেকেই খোলা ট্রাক ও ভ্যানে করে পানির বোতল ও শুকনো খাওয়ার নিয়ে আসা হচ্ছে।

তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ সব ট্রাক ও ভ্যান থেকে পানি ও খিচুড়ি বিতরণ শুরু হয়। কমলাপুর থেকে শুরু করে সায়েদাবাদ পর্যন্ত এসব খাদ্য বিতরণ করতে দেখা যায়।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago