ছবিতে আজ সারাদিন

গোলাপবাগে বিএনপি সমাবেশে যোগ দিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি: এমরান হোসেন/স্টার

রাজধানীর গোলাপবাগে বিএনপির সমাবেশকে ঘিরে ঢাকা ও এর আশেপাশের এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

গতকাল শুক্রবার থেকেই রাস্তায় যান চলাচল কম ছিল। শনিবার সকাল থেকে সড়কে কিছু সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা চলাচল করতে দেখা গেলেও অধিকাংশ সড়কই ছিল একেবারে ফাঁকা। অনেকেই গণপরিবহন না পেয়ে পায়ে হেঁটেই চলাচল করেছেন। রাজধারীর সঙ্গে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে দূরপাল্লার যাত্রীদের। একইসঙ্গে সদরঘাট লঞ্চ টার্মিনালও ছিল যাত্রীশূন্য।

বেশ কয়েকটি সড়কের মোড়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

অন্যদিকে রাজধানীর রাস্তার মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তালা ঝুলতে দেখা যায়। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তা পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়।

বিএনপই সমাবেশ ঘিরে কমলাপুর, সায়েদাবাদ, গোলাপবাগ এলাকায় পুলিশের বেশ কিছু তল্লাশি চৌকি ছিল।

গতকাল শুক্রবার রাত থেকেই গোলাপবাগ মাঠ ও এর আশেপাশে বিএনপির লাখো নেতাকর্মী অবস্থান নেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।  

আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর গোলাপবাগে বিএনপির সমাবেশ শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে বক্তব্য খন্দকার মোশাররফ হোসেন দলের পক্ষে ১০ দাবি ঘোষণা করেন এবং আগামী ১৩ ও ২৪ ডিসেম্বর গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন।

দ্য ডেইলি স্টারের ফটোসাংবাদিকদের তোলা ছবিতে আজকের রাজধানীর চিত্র।

বংশালে অতিরিক্ত পুলিশ মোতায়েন। ছবি: প্রবীর দাশ/স্টার
হেমায়েতপুরে গণপরিবহন থামিয়ে পুলিশের তল্লাশি। ছবি: পলাশ খান/স্টার
সাভারের আমিনবাজারে পুলিশ চেকপোস্ট। ছবি: পলাশ খান/স্টার
শাহবাগে ছাত্রলীগ কর্মীদের মহড়া। ছবি: প্রবীর দাশ/স্টার
ধানমন্ডিতে আওয়ামী লীগের কর্মীদের অবস্থান। ছবি: প্রবীর দাশ/স্টার
শাহবাগে ছাত্রলীগ কর্মীদের ক্রিকেট খেলা। ছবি: পলাশ খান/স্টার
সদরঘাট লঞ্চ টার্মিনালও ছিল যাত্রীশূন্য। ছবি: প্রবীর দাশ/স্টার
অনেকেই গণপরিবহন না পেয়ে পায়ে হেঁটেই চলাচল করেছেন। ছবিটি সাভার থেকে তোলা। ছবি: পলাশ খান/স্টার
গোলাপবাগ মাঠ। ছবি: রাশেদ সুমন/স্টার
গোলাপবাগ মাঠ। ছবি: রাশেদ সুমন/স্টার
অধিকাংশ সড়কই ছিল একেবারে ফাঁকা। সায়েন্স ল্যাব মোড়। ছবি: প্রবীর দাশ/স্টার

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

4h ago