কমলাপুর থেকে হানিফ ফ্লাইওভার বিএনপি নেতাকর্মীতে পরিপূর্ণ

‘বিক্রমপুর থেকে ঢাকা আসার পথে ৫ বার পুলিশ গাড়ি থেকে নামিয়ে দিয়েছে’
গোলাপবাগ মাঠের আশেপাশের সব রাস্তা ভরে গেছে বিএনপি নেতকর্মীদের অবস্থানে। ছবি: মুন্তাকিম সাদ/স্টার

রাজধানীর গোলাপবাগ মাঠ ছাপিয়ে মানিকনগর বিশ্বরোড, ধলপুর রোডসহ কমলাপুর থেকে হানিফ ফ্লাইওভারের রাস্তা বিএনপি নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে। একের পর এক মিছিল নিয়ে তারা আসছেন সমাবেশস্থলের উদ্দেশে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে দেখা যায়, যাত্রাবাড়ী থেকে টিটিপাড়া মোড় হয়ে বাসাবো পর্যন্ত পুরো এলাকা লোকেলোকারণ্য। এখন পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলের উদ্দেশে আসছেন নেতাকর্মীরা।

এ ছাড়া, কমলাপুর স্টেশনে ট্রেন থেকে নেমে মিছিল করতে করতে বিএনপি নেতাকর্মীদের আসতে দেখা যায়।

গোলাপবাগ মাঠ। ছবি: রাশেদ সুমন/স্টার

টিটিপাড়া ট্রাফিক বক্সের বিপরীতে দ্য ডেইলি স্টারের কথা হয় কদমতলী থানা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক পারভীন সরকারের সঙ্গে। তিনি বলেন, 'পুলিশ বাধা দিচ্ছে দেখে আমরা দলের সবাই আলাদাভাবে এসে টিটিপাড়া মোড়ে একত্রিত হয়েছিলাম। তবে, সমাবেশস্থলের কাছাকাছি এলাকায় পুলিশের আর কোনো বাধা আমরা পাইনি। তারা দূরের এলাকায় তল্লাশিসহ নানাভাবে বাধা দিচ্ছে।'

সায়েদাবাদ এলাকায় কথা হয় যশোর জেলা মৎসজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শরিফুজ্জামানের সঙ্গে। ৫ দিন আগে তিনি ঢাকা এসেছেন বলে জানান।

তিনি বলেন, 'যশোর থেকে আমরা প্রায় ৫ হাজার মানুষ এসেছি। বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে আমরা ঢাকা পৌঁছেছি।'

মুন্সিগঞ্জের সিরাজখান উপজেলার মালখানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দিুর রশীদ আবু বলেন, 'আজ সকালে ফজরের নামাজ পড়ে বিক্রমপুর থেকে রওনা দিয়েছি। ৪ কিলোমিটার হেঁটে আসার পর গাড়িতে উঠেছি। ঢাকা আসার পথে ৫ বার পুলিশ আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। আবার খানিকটা পায়ে হেঁটে এসে আরেকটা গাড়িতে উঠেছি। পুলিশের চেকপোস্ট এড়াতে অনেক জায়গায় গলির রাস্তা দিয়ে বের হয়েছি।'

তিনি বলেন, 'মামলা-হামলায় এমনিতেই তো এলাকায় থাকতে পারি না। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। যেকোনো মূল্যে এই সরকারের পতন চাই।'

গোলাপবাগ মাঠের আশেপাশের সব রাস্তা ভরে গেছে বিএনপি নেতকর্মীদের অবস্থানে। ছবি: পলাশ খান/স্টার

আজ সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির লাখো নেতাকর্মী এসেছেন গোলাপবাগ মাঠে। গতকাল রাতেই পূর্ণ হয়ে গেছে মাঠ।

এরই মধ্যে বিএনপির সমাবেশ এলাকায় মানিকনগরে সকাল সাড়ে ১০টার দিকে মৎসজীবী লীগের একটি মিছিল দেখা যায়। অন্তত ১০০ মানুষের ওই মিছিলটি সম্পূর্ণ পুলিশ প্রহরায় মানিকনগর এলাকা পার হয়।

রঙ-বেরঙের টুপি-গেঞ্জি পড়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: পলাশ খান/স্টার

আজ সকাল সাড়ে ১০টার দিকে গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। এখন পর্যন্ত সমাবেশের মঞ্চে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান শ্রাবণসহ আরও অনেকে। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল অনুষ্ঠান পরিচালনা করছেন।

গোলাপবাগ মাঠের আশেপাশের সব রাস্তা ভরে গেছে বিএনপি নেতকর্মীদের অবস্থানে। ছবি: পলাশ খান/স্টার

সমাবেশের মূল মঞ্চে প্রথম শ্রেণির ২টি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। যার একটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অপরটিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেমপ্লেট রাখা হয়েছে।

কমলাপুর, সায়েদাবাদ, গোলাপবাগ এলাকায় বেশ কিছু তল্লাশি চৌকি স্থাপন করেছে পুলিশ। পুরো এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশের অবস্থান চোখে পড়েছে।

Comments

The Daily Star  | English

Public admin reforms: Cluster system may be proposed for ministries

The Public Administration Reform Commission is likely to recommend reducing the number of ministries and divisions to 30 from 55 to improve coordination and slash the government’s operational cost.

8h ago