‘বিএনপি এমপিদের পদত্যাগের ঘোষণা আসতে পারে সমাবেশ থেকে’

বিএনপির এমপিদের পদত্যাগ

বিএনপির সংসদ সদস্যরা (এমপি) দুয়েকদিনের মধ্যে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

আজ শনিবার সূত্র এ তথ্য জানায়।

সূত্রের তথ্য অনুযায়ী, বিএনপির আজকের সমাবেশ থেকে সেই ঘোষণা আসতে পারে।

বগুড়া-৬ আসনের এমপি ও বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজকের সমাবেশ থেকেই আমরা পদত্যাগের ঘোষণা দেবো।'

বিএনপির এমপিদের পদত্যাগ
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসামাবেশে নেতাকর্মীরা। ছবি: রাশেদ সুমন/স্টার

বিএনপির সূত্র আরও জানিয়েছে, দলের পক্ষ থেকে ইতোমধ্যে এমপিদের পদত্যাগ করতে বলা হয়েছে।

সংসদে বিএনপির ৭ জন এমপি রয়েছেন, যাদের মধ্যে ১ জন সংরক্ষিত নারী আসনের এমপি।

এর আগে, গত ৩০ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপির এমপিরা সংসদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছে।

Comments