নাচোলে ছাত্রদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ, ২ পুলিশ আহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের বাধায় ছাত্রদলের কর্মীসভা পণ্ড হয়ে গেছে। পুলিশের দাবি, পৌর এলাকার শ্রীরামপুরে ছাত্রদলের কর্মী সভাস্থলে রোববার বিকেলে ককটেল বিস্ফোরণে ২ পুলিশ কনস্টেবল আহত হয়েছে।
পুলিশ আরও দাবি করেছে, ঘটনাস্থল থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বিকেল পৌনে ৪টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীসভা হওয়ার কথা ছিল। ওই কর্মীসভায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। পরে পুলিশের বাধায় ছাত্রদলের কর্মীরা সভা ত্যাগ করার সময় একটি ককটেল বিস্ফোরিত হলে ২ কনস্টেবল আহত হয়। তবে, ককটেলটি কীভাবে বিস্ফোরিত হলো বা কেউ ছুড়ে মেরেছে কিনা তা এখনো জানা যায়নি।'
তিনি আরও বলেন, 'আহত ২ কনস্টেবলকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ সভাস্থলের কাছ থেকে ৫টি ককটেল উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।'
নাচোল ছাত্রদলের সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, 'আমাদের ফাঁসানোর জন্য এটা করা হয়েছে। রাজশাহীর গণসমাবেশের প্রস্তুতি নিতে আমরা এই সভার আয়োজন করি, কিন্তু সেটা হতে দেবে না বলেই পরিকল্পিতভাবে কেউ এটা করেছে।'
জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ আলী রাজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশের বাধায় ছাত্রদলের কর্মীসভা হয়নি। তবে, ককটেল বিস্ফোরণের বিষয়টি আমি জানি না।'
Comments