এনসিপি দল হিসেবে ব্যর্থ হয়েছে: ছাত্রদল সাধারণ সম্পাদক

নাছির উদ্দীন | ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা ছিনতাই করে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে, তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তারা যে ব্যর্থ হয়েছে, তা এ দেশের মানুষ ভালোভাবেই বুঝতে পেরেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

আজ শনিবার বিকেলে নোয়াখালীর সোনাপুর এলাকায় পথচারীদের মধ্যে ইফতার বিতরণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাছির বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), তারা বিভিন্ন সময় সেকেন্ড রিপাবলিকের কথা বলেছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন কথাবার্তা বললেও, তারা তাদের নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য এসব কথা বলছে।

আদতে তারা নির্বাচনের জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে। বাংলাদেশের অন্যতম বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সামগ্রিক আলাপ আলোচনার মধ্যে থাকলেও তারা (এনসিপি) কিন্তু মাঠে-ময়দানে নির্বাচনের রাজনীতি নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে। ভেতরে ভেতরে আসন ভাগাভাগি এবং নির্বাচনে কীভাবে জয়লাভ করবে সেসব বিষয়ে তারা নেগোসিয়েশন করছে, বলেন নাসির।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তাদের চারজন নেতা ভিন্ন ভিন্ন যে বক্তব্য দিয়েছেন, এটি সাংগঠনিক কাঠামোর পরিপন্থি। আমরা মনে করি, সংলাপ, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একইসঙ্গে হওয়া উচিত।

Comments

The Daily Star  | English

No sharp rise in crime, data shows stability: govt

The interim government today said that available data does not fully support claims of a sharp rise in crimes across Bangladesh this year

15m ago