সিলেটে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে আ. লীগের মামলা

সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যার প্রতিবাদে করা মিছিল থেকে আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশ উপলক্ষে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে মহানগর আওয়ামী লীগ।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যার প্রতিবাদে করা মিছিল থেকে আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশ উপলক্ষে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে মহানগর আওয়ামী লীগ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার রাতে সিলেট নগরীর কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা ২০০-২৫০ জন আসামির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট জাহিদ সরোয়ার সবুজ।

হামলার ঘটনায় রোববার ও সোমবার ৪ জনকে ৫৪ ধারায় আটক করে পুলিশ। পরে তাদেরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ইশতিয়াক আহমদ রাজু, বদরুল ইসলাম নজরুল, মিলাদ আহমদ ও রাজীব আহমদ।

গত রোববার রাত সাড়ে ৯টায় সিলেট নগরীর বড়বাজার এলাকায় গাড়ি আটকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামালকে। ওই হত্যার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল থেকে নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনের জন্য লাগানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করার অভিযোগ ওঠে।

গত মঙ্গলবার রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। তারা এ ঘটনাকে সম্প্রীতির সিলেট নগরীকে অশান্ত করার জন্য বিএনপির সন্ত্রাসীদের পায়তারা বলে অভিহিত করেছেন। বিএনপিকে সঠিক পথে পরিচালিত না করলে আগামী ১৯ নভেম্বরের গণ সমাবেশ কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেয় মহানগর আওয়ামী লীগ।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ডেইলি স্টারকে বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আবেগের জায়গা। এ হামলাটি ন্যাক্কারজনক ও আমাদের আবেগের জায়গা থেকে খুব কষ্ট পেয়েছি। তাই হামলাকারীদের বিচার নিশ্চিত করতে মামলাটি দায়ের করা হয়েছে।'

তবে এ মামলাকে আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির সিলেট বিভাগীয় গণ সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, 'রোববার রাতে আমাদের সিদ্ধান্ত ছিল কোনো প্রতিবাদ মিছিল না করা। আমরা আগেও বলেছি যে, এই মিছিলের জন্যে দলের কোনো নেতা-কর্মী দায়ী নয়। এ অবস্থায় এ ধরণের মামলা উদ্দেশ্য প্রণোদিত এবং সমাবেশকে কেন্দ্র করে মামলা করা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমরা এ মামলার নিন্দা জানাই।'

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

4h ago