ফুটেজ দেখে আগ্রাসী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা: বরিশালের ডিআইজি

বরগুনা
বরগুনা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত

বরগুনায় ছাত্রলীগের ওপর লাঠিপেটার ঘটনায় যে সব পুলিশ সদস্যরা আগ্রাসী ছিলেন, ভিডিও ফুটেজ দেখে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আখতারুজ্জামান জানিয়েছেন।

আজ বুধবার দুপুরে বরগুনা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

ছাত্রলীগ কর্মীদের লাঠিপেটার ঘটনায় পুলিশের ভূমিকার বিষয়ে খোঁজখবর নিতে ডিআইজি আখতারুজ্জামান বরগুনা যান। এরপর তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনা করেন।

আলোচনায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, যুবলীগের সভাপতি রেজাউল কবির এ্যাটমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লাঠিপেটার ঘটনায় নির্ধারিত সময়ে অর্থাৎ আগামীকালের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে উল্লেখ করে ডিআইজি আখতারুজ্জামান জানান, তদন্ত প্রতিবেদন পেলে পুলিশ কর্মকর্তা মহররম আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'একটি ঘটনা দিয়ে পুলিশকে বিচার করা যায় না। আমরা ভিডিও ফুটেজ দেখে যে সব পুলিশ সদস্যরা আগ্রাসী ছিলেন সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

গত সোমবার বরগুনা জেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ কর্মীদের পুলিশের লাঠিপেটার ঘটনার পর গতকাল অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে প্রত্যাহার করে প্রথমে বরিশাল রেঞ্জে ও পরে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয় এবং পুলিশের আরও সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English
US election outcome’s likely impact on the Russia-Ukraine war

US election outcome’s likely impact on the Russia-Ukraine war

The endgame of the Ukraine war remains uncertain with US policy likely to be influenced by the outcome of the US election.

3h ago