পান্থকুঞ্জ পার্ক রক্ষায় বিক্ষোভকারীদের এক পক্ষের ওপর আরেক পক্ষের হামলা

পান্থকুঞ্জ পার্কে আন্দোলনকারীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্কে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণ বন্ধের দাবিতে আন্দোলনকারীদের এক পক্ষের ওপর আরেক পক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা গত ২০ দিন ধরে পান্থকুঞ্জে অবস্থান করছেন।

আজ বৃহস্পতিবার তাদের আন্দোলনের ২১তম দিনে দুপুর ১২টার দিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং গ্রিন ভয়েসের প্রায় দেড়শ কর্মী মানববন্ধন করতে সেখানে যান।

এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে বাপা ও গ্রিন ভয়েসের কর্মীরা গাছ রক্ষা আন্দোলনের কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের আহ্বায়ক আমিরুল রাজীব দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্রিন ভয়েসের কর্মীরা আমাদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। এতে আমাদের সাত কর্মী আহত হয়েছেন।'

আমিরুল রাজীব নিজেও আহত হয়েছেন। অপর আহতদের মধ্যে সৈয়দ মোহাম্মদ জাকির, নাইমুল হাসান, ফয়সাল মাহমুদ, আহাদুল ইসলাম ও ডা. মনসুরের নাম জানান তিনি।

রাজীব বলেন, 'গত ২১ দিন ধরে আমরা পার্ক রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছি। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানিয়েছেন যে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ আগামী ২৫ মার্চের মধ্যে পার্ক থেকে সব সরঞ্জাম সরিয়ে ফেলবে।'

তিনি জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে ইতোমধ্যে পার্কের প্রায় ২ হাজার গাছ কেটে ফেলা হয়েছে।

তিনি বলেন, 'আজ সকাল থেকে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু এই ২১ দিন যাদের দেখা যায়নি, আমাদের সঙ্গে কোনোরকম যোগাযোগ করেনি, তারা আজ হঠাৎ আন্দোলন করতে আসে।'

'আমরা পার্কে তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন করি। একপর্যায়ে, তাদের একটি অংশ আমাদের ওপর শারীরিকভাবে আক্রমণ করে। এতে আমাদের সাত কর্মী আহত হয়,' বলেন আমিরুল রাজীব।

বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীদের ওপর শারীরিক আক্রমণ করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

এ বিষয়ে জানতে চাইলে গ্রিন ভয়েসের সহ-সমন্বয়কারী হুমায়ুন কবির সুমন ডেইলি স্টারকে বলেন, 'আমরা ফার্মগেটের আনোয়ারা উদ্যানে বিক্ষোভ কর্মসূচি শেষ করে পান্থকুঞ্জ পার্কে যাই। তখন সেখানে উপস্থিত কয়েকজন আমাদের জিজ্ঞাসা করেন যে কেন আমরা ২১ দিন পর সেখানে গেলাম। এমনকি তারা এটাও বলে যে, আমরা নাকি লোক ভাড়া করে নিয়ে গেছি।'

'তাদের এসব কথা শুনে আমাদের কিছু কর্মী প্রতিবাদ করে এবং তাদের এমন কথা বলতে নিষেধ করে। কিন্তু তাদের কয়েকজন আমাদের কর্মীদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে,' বলেন তিনি।

হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'তারা বারবার আমাদের উসকে দিচ্ছিল। পরে আমাদের কর্মীরা ক্ষুব্ধ হয়ে তাদের ওপর আক্রমণ করে।'

যোগাযোগ করা হলে বাপার সহ-সভাপতি ইকবাল হাবিব ডেইলি স্টারকে বলেন, 'বাপা দীর্ঘদিন ধরে পার্ক এবং খেলার মাঠ রক্ষার জন্য আন্দোলন করে আসছে। এমনকি যখন কেউ এগিয়ে আসেনি তখনও বাপা আন্দোলন করেছে।'

হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, 'বাপা সবার সঙ্গে কাজ করে। এটি অসৎ উদ্দেশ্যের লোকদের পরিবেশকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা ছাড়া আর কিছুই নয়।'

'যারা সেখানে আন্দোলন করছিলেন তারা অন্যদের মানববন্ধন করতে দিতে চাননি। কিন্তু বাপা সবসময় এ ধরনের আন্দোলন করে আসছে,' বলেন ইকবাল হাবিব।

তার দাবি, গ্রিন ভয়েসের কর্মীদের ওপর হামলার চেষ্টা করা হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিরোধ তৈরি করে।

পান্থকুঞ্জ পার্ক রক্ষায় সোচ্চার বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি আদিল মোহাম্মদ খান ডেইলি স্টারকে বলেন, 'আজকের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং পরিবেশ আন্দোলনের জন্য একটি কালো অধ্যায় হয়ে থাকল।'

তিনি বলেন, 'এটা শুধু আক্রমণ না, ফৌজদারি অপরাধও।'

আন্দোলনকারীরা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প অনুমোদনের পর বিগত সরকারের আমলে কারওয়ানবাজার-পলাশী অংশ নতুন করে যোগ হয় এবং এর জন্য পান্থকুঞ্জ পার্কে র‍্যাম্প তৈরির পরিকল্পনা হয়। তারা প্রকল্পের এই অংশ বাতিল এবং এই প্রকল্পের পরিকল্পনাকারী, নকশাকারী ও বাস্তবায়নকারীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Interim govt not taking action following white paper: Economists

The makers of the white paper criticised the government for increasing value-added tax

34m ago