খুলে দেওয়া হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের এক্সিট র‌্যাম্প

কারওয়ান বাজার সংলগ্ন এফডিসি গেটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক্সিট র‌্যাস্প। ছবি: স্টার

কারওয়ান বাজার সংলগ্ন এফডিসি গেটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক্সিট র‌্যাম্প খুলে দেওয়া হয়েছে।

আজ বুধবার কারওয়ান বাজারে এই র‌্যাম্পের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগরবাসীর জন্য এটি ঈদ উপহার।

এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার অংশটি গত বছরের ৩ সেপ্টেম্বর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

কর্তৃপক্ষ বলছে, এক্সপ্রেসওয়ের নতুন অংশ আজ বিকেলে সাধারণ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

4h ago