৫ আগস্ট গুলিবিদ্ধ আবদুল্লাহ বাঁচলেন না

আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের দিন গত ৫ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এক শিক্ষার্থী মারা গেছেন।

আবদুল্লাহ নামের ওই শিক্ষার্থী ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয় বলে জানান আবদুল্লাহর বাবা আব্দুল জব্বার।

আবদুল্লাহর মরদেহ ময়নাতদেন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আব্দুল জব্বার জানান, ৫ আগস্ট সরকার পতনের দিন তাঁতীবাজার এলাকায় গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সিএমএইচে স্থানান্তর করা হয়।

আজ কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে আবদুল্লাহর মরদেহ গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাওয়া হবে।

Comments