এনটিএমসি-বিটিআরসিকে গণঅভ্যুত্থানের তথ্য সংরক্ষণের নির্দেশ ট্রাইব্যুনালের
এনটিএমসি ও বিটিআরসিকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময়ের বিভিন্ন ঘটনা সম্পর্কিত কোনো তথ্য যেন মুছে ফেলা না হয় এবং সব ডিজিটাল তথ্য সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।
আজ বৃহস্পতিবার এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, গণঅভ্যুত্থান চলাকালীন ঘটনার বিবরণ-উপাত্ত, যা এনটিএমসি ও বিটিআরসিতে সংরক্ষিত থাকে, একটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এই গুরুত্বপূর্ণ তথ্য যেন আলাদাভাবে সংরক্ষণ করা হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
তিনি আরও বলেন, কারণ ভবিষ্যতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময়কার এ ধরনের তথ্য-উপাত্ত বিচারিক কাজে প্রয়োজন হতে পারে। তাই আদালত এনটিএমসি ও বিটিআরসিকে এ নির্দেশনা দিয়েছেন।
Comments