ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সার্চ কমিটির প্রধান করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া, হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামানকে সার্চ কমিটির সদস্য করার সুপারিশ করা হয়েছে।

সার্চ কমিটি গঠনে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই দুই বিচারপতির নাম সুপারিশ করেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বিভাগের দুই কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নামা প্রকাশ না করার শর্তে তারা জানান, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি একেএম আসাদুজ্জামানের নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তারা।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী চলতি বছরের ১৩ আগস্ট হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগের বিচারপতি হন।

তিনি ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হন এবং ২০০৫ সালের ২৭ আগস্ট একই বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হন।

অপরদিকে, বিচারপতি একেএম আসাদুজ্জামান ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হন এবং ২০০৫ সালের ২৭ আগস্ট একই বিভাগের বিচারক নিযুক্ত হন।

প্রধান নির্বাচন কমিশনার এবং অনান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন অনুযায়ী, ছয় সদস্যের সার্চ কমিটির প্রধান বা সভাপতি হবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক। সদস্য হিসেবে থাকবেন প্রধান বিচারপতির মনোনীত হাইকোর্টের একজন বিচারক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি মনোনীত দুইজন বিশিষ্ট নাগরিক, যাদের একজন হবেন নারী।

আজ সকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 'নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। আমি যতদূর জানি, প্রধান উপদেষ্টা এই বিষয়ে প্রজ্ঞাপন সই করে দিলেই আজ-কালের মধ্যে আপনারা এটি জানতে পারবেন। সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ভোটার তালিকা করা হবে।'

Comments

The Daily Star  | English
Titumir College protest

Why do we need so many universities?

Merely converting colleges that lack high education quality into universities will not resolve issues in the education sector.

9h ago