নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগির সার্চ কমিটি

মাহফুজ আলম | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য শিগগির সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নয়টি রাজনৈতিক দলের সঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সংলাপ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

মাহফুজ আলম বলেন, 'আজকের সংলাপে রাজনৈতিক দলগুলো মূলত নির্বাচন ও সংস্কার নিয়ে কথা বলেছে।'

'এ ছাড়া, তারা আওয়ামী লীগের রাজনীতি, গণহত্যা ও অর্থনৈতিক অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের বিষয় নিয়েও আলোচনা করেছে।
আওয়ামী লীগের হাত শক্তিশালী করা ১৪ দলসহ তাদের সমমনা দলগুলো—যারা গণহত্যায় তৎকালীন ক্ষমতাসীনদের সহযোগিতা করেছেন, তাদের বিষয়ে বর্তমান সরকার কী ব্যবস্থা নেবে, সে বিষয়েও প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন রেখেছে রাজনৈতিক দলগুলো,' বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, 'স্যার (ড. ইউনূস) একটি বিষয় স্পষ্টভাবে বলেছেন, খুব দ্রুতই নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সার্চ কমিটি গঠিত হবে। বিধি অনুযায়ী সার্চ কমিটিতে ছয়জন সদস্য থাকার কথা। এ ছাড়া, বিধিমালা অনুযায়ী যা যা করার দরকার, সেগুলো করা হবে।'

তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশন পুনর্গঠনের ভিত্তিতে কবে, কীভাবে নির্বাচন হবে, ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে বাকি করণীয়গুলো কীভাবে এগিয়ে নেওয়া হবে সে সিদ্ধান্ত হবে। সেটার পাশাপাশি সংস্কার কাজ চলবে।'

তিনি আরও বলেন, 'আজকের সংলাপে যারা এসেছেন, তাদের আলোচনায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এসেছে বা তাদের রাজনীতি কীভাবে সীমাবদ্ধ করা যায় সেই কথা এসেছে। যে তিনটি সংসদ গঠিত হয়েছে অবৈধভাবে—২০১৪, ২০২৮ ও ২০২৪, সেগুলোকে কীভাবে অবৈধ ঘোষণা করা যায়, সেই বিষয়ে তারা অভিমত ব্যক্ত করেছেন। গণপরিষদের বিষয়েও একটি দল কথা বলেছে।'

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা ও পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে উল্লেখ করেছেন মাহফুজ আলম।

Comments

The Daily Star  | English

Foreign adviser’s china tour: 10 extra yrs to repay Chinese loans

Beijing has agreed in principle to extend the loan repayment period and assured of looking into the request for lowering the interest rate to ease Bangladesh’s foreign debt repayment.

3h ago