রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির বৈঠক হয়নি

বঙ্গভবন
বঙ্গভবন। ফাইল ছবি

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) গঠনের দায়িত্বে থাকা সার্চ কমিটির বৈঠক হয়নি।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জয়নাল আবেদীন বলেন, 'সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে না আসায় আজ বৈঠক ডাকা হয়নি। সার্চ কমিটি চাইলে নতুন সময়সূচি পরে জানানো হবে।'

গত ২৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে সরকার।

সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন—হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান (পিএসসি) মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

আইন অনুযায়ী, সার্চ কমিটি গঠন করার পর প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের প্রতি পদের জন্য দুজন প্রার্থীকে মনোনীত করে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাব করতে হবে।

এরপর রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনারকে নির্বাচন করেন।

শেখ হাসিনা সরকার পতনের এক মাস পর গত ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার পদত্যাগ করলে নির্বাচন কমিশনারদের পদ শূন্য হয়।

Comments

The Daily Star  | English
shutdown at Jagannath University

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

5h ago