লাঠি হাতে সলিমুল্লাহ মেডিকেলের ক্লাসে ঢুকে পড়া যুবক কিশোরগঞ্জে আটক
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে মাথায় কালো কাপড় বেঁধে লাঠি হাতে হঠাৎ ঢুকে পড়া সেই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদরের গাইটাল পাক্কার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতেই তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক যুবকের নাম জুবায়ের আলী ওরফে তকী। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পাক্কার মাথা এলাকার সুলতান মিয়ার ছেলে।
ওসি আবদুল্লাহ আল মামুন জানান, সলিমুল্লাহ মেডিকেল কলেজে ক্লাস চলাকালে এই যুবক প্রবেশ করে হট্টগোল শুরু করেন — এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ঢাকা থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী তাকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আটক করা হয়। ঢাকার কোতোয়ালি থানা থেকে পুলিশের একটি দল এসে সোমবার রাতে তাকে ঢাকায় নিয়ে যায়।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, পরিবারের লোকজনের দাবি জুবায়েরের মানসিক সমস্যা রয়েছে। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।
ওসি আরও বলেন, জুবায়ের কিশোরগঞ্জেই থাকেন। তার বাবা এসি ল্যান্ড অফিসে চাকরি করেন। জুবায়ের ভবঘুরে প্রকৃতির বলে তার পরিবার জানিয়েছে।
উল্লেখ্য, রোববার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ক্লাস চলাকালে লেকচার গ্যালারিতে লাঠি হাতে ঢুকে পড়েন জুবায়ের। তার মাথায় কালো কাপড় বাঁধা ছিল। সেসময় তিনি চিৎকার করে কিছু বলছিলেন আর লাঠি দিয়ে মেঝেতে আঘাত করছিলেন। এ সময় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আগেই ওই যুবক সেখান থেকে চলে যান। ক্লাসরুমে ওই যুবক কী বলছিলেন, ভিডিওতে সেটি স্পষ্ট নয়।
Comments