নৌকাডুবি: নিখোঁজের ২২ ঘণ্টা পর ২ শিশুর মরদেহ উদ্ধার

মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে তাদের স্বজনরা।
আজ বুধবার সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলার পাগলা থানার ১৫ নং টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদের কিনারায় তাদের মরদেহ পাওয়া যায়।
এর আগে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পাগলা থানার দত্তের বাজার এলাকায় নৌকা ডুবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের চর আলগী গ্রামের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। এ সময় নবম শ্রেণীর শিক্ষার্থী চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা আক্তারকে (১৪) মৃত অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল একই গ্রামের হাবিব মিয়ার ছেলে আবির ও মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ। আজ তাদের মরদেহ পাওয়া যায়।
চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, আজ ভোরে মৃত শিক্ষার্থীদের স্বজনরা নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে আবির (৭) ও জুবায়েদকে (৬) খুঁজতে বের হয়। একপর্যায়ে বাঁশিয়া এলাকায় তাদের মরদেহ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গতকাল সকালে নয়জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে স্রোতের কারণে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার তৎপরতা চালালেও তাদের খোঁজ মেলেনি।
Comments