যান চলাচলের জন্য প্রস্তুত কালুরঘাট সেতু

কালুরঘাট সেতু। ছবি: স্টার

৯০ বছরের পুরনো চট্টগ্রামের কালুরঘাট সেতুটি সংস্কার শেষে যান চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার বুয়েটের বিশেষজ্ঞ দল সেতু পরিদর্শনে যাবেন।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বিশেষজ্ঞরা গাড়ি চলাচলের বিষয়ে সিদ্ধান্ত দিলেই চালু করা হবে কালুরঘাট সেতু।

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে যানবাহন চলাচল বন্ধ এক বছরের বেশি সময় ধরে। ২০২৩ সালের ১ আগস্ট জরাজীর্ণ এ সেতুর সংস্কার কাজ শুরু হয়। প্রায় ১৪ মাস সংস্কার কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রকচার লিমিটেড।

সংস্কার কাজ শুরুর তিন মাসের মধ্যেই সেতুটি ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়। এরপর ২০২৩ সালের ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু বিভাগের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে কালুরঘাট সেতু। চলতি বছরের ফেব্রুয়ারিতে সংস্কার কাজ শেষ করার কথা থাকলেও, বিভিন্ন কারণে বাড়তি সময় লেগেছে। 

এখন গাড়ি চলাচলের জন্য সেতু প্রস্তুত। অল্প কিছু কাজ বাকি আছে। তবে সেসব কাজের জন্য গাড়ি চলতে কোনো সমস্যা হবে না বলেও জানান তারা।

যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক মো. মেহেদী হাসান ডেইলি স্টারকে বলেন, 'মঙ্গলবার বুয়েটের তিন সদস্যের বিশেষজ্ঞ দল সেতু পরিদর্শনে আসবেন। তারা দেখে যাওয়ার পর বুঝতে পারব কখন গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এছাড়া, কোনো ধরনের সমস্যা আছে কিনা, সেটাও তারা জানাবেন।'

গত ২০ সেপ্টেম্বর বিকেলে কালুরঘাট রেল সেতু সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন রেল সচিব আবদুল বাকী। সেসময় তিনি বলেছিলেন, 'সংস্কার শেষ হলেই যান চলাচল স্বাভাবিক হবে। ধারণা করছি অল্পকিছু দিনের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।'

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago