আনসার-ভিডিপির ৯ কর্মকর্তা বদলি

ansar-vdp-logo-1.jpg

সচিবালয়ের ভেতরে ও বাইরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পরপরই রোববার রাতে আনসার ও ভিডিপির একজন ডেপুটি কমান্ড্যান্টসহ নয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন পদে বদলির আদেশ দিয়েছে সরকার।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার সেকশন-১ এর উপসচিব ফৌজিয়া খান।

ডেপুটি কমান্ড্যান্ট মো. নুরুল হাসান ফরিদীকে গাজীপুরের সফিপুর থেকে উপপরিচালক (ডিডি) পদমর্যাদায় ব্যাটালিয়নের খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

এ ছাড়া, আটজন উপপরিচালককে তাদের বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সাইফুল্লাহ রাসেলকে চট্টগ্রাম রেঞ্জ থেকে ঢাকার সদর দপ্তরে (অপারেশন্স) বদলি করা হয়েছে। খুলনা থেকে রাজশাহীতে বদলি করা হয়েছে শাহ আহমেদ ফজলে রাব্বিকে, সিলেট থেকে মো. আবদুল আউয়ালকে ময়মনসিংহে, রাজশাহী থেকে কামরুন নাহারকে গাজীপুরের সফিপুরে, ড. মো. সাইফুর রহমানকে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম, মো. আশরাফুল আলমকে বরিশাল থেকে ঢাকা রেঞ্জ এবং মো. জিয়াউল হাসান ঢাকা থেকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।

শিগগির এ বদলির আদেশ কার্যকর হবে।

Comments

The Daily Star  | English

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

7h ago