সচিবালয় ঘেরাও: গ্রেপ্তার ৩০৩ আনসার সদস্যকে নেওয়া হয়েছে আদালতে

স্টার ফাইল ছবি

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৩০৩ জন আনসার সদস্যকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়েছে।

আজ সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত শাহবাগ, রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

আদালতে কর্মরত এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাদের আদালতের লকআপে রাখা হয়েছে।'

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের সংখ্যা আরও বাড়তে পারে।

গতকাল সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া সত্ত্বেও সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। একপর্যায়ে তারা ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গতকাল রাত ১১টা পর্যন্ত অন্তত ৪০ জনকে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনসার সদস্যরা তাদের দাবি পূরণের আশ্বাস পেয়েও সচিবালয় অবরোধ করে রেখেছে জানতে পেরে এক হাজারেরও বেশি শিক্ষার্থী সচিবালয় এলাকায় উপস্থিত হলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

Comments

The Daily Star  | English

Drone crash triggers commotion on Ijtema ground, 40 injured

It was not immediately known how the drone fell or who it belonged to

22m ago