মানিকগঞ্জে সহকর্মীর বিরুদ্ধে আনসার সদস্যকে হত্যার অভিযোগ

ansar_killing_manikganj_23jul22.jpg
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে কুদ্দুস মিয়া (৪০) নামে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ঘিওর আনসার অফিসের কনফারেন্স রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার বড় হাতকোড়া গ্রামে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. শাহীন (২৬) নাম এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। তার বাড়ি ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, 'আজ ভোর রাত সাড়ে ৩টার দিকে ঘিওর আনসার অফিসের কনফারেন্স রুমে কুদ্দুসকে বটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। শাহীন আমাদের কাছে স্বীকার করেছেন, তিনি কুদ্দুসকে হত্যা করেছেন। অর্থনৈতিক লেনদেন নিয়ে সৃষ্ট বিবাদের জেরে এই হত্যাকাণ্ড।'

বিপ্লব আরও বলেন, 'হত্যার পরে মরদেহ বস্তায় ভরে রাখা হয়েছিল। গুম করার পরিকল্পনা ছিল শাহীনের।'

ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, জানান তিনি।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago