কোটা আন্দোলন: নোয়াখালী-কুমিল্লা সড়ক অবরোধ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবিতে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার বিকেল ৩টার দিকে নোয়াখালী জিলা স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এতে প্রায় আড়াই ঘণ্টা ধরে সোনাপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী জেলা স্কুলসহ বিভিন্ন শিক্ষার্থী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে যোগ দেন।
বিক্ষোভকারীরা জানায়, দেশব্যাপী ছাত্রলীগ-আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় শিক্ষার্থী নিহতের বিচার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া ৯ দফা দাবিতে তারা বিক্ষোভ করছেন।
শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক সড়কে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়।
কাছাকাছি এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন বলে ঘটনাস্থল থেকে ডেইলি স্টারের নোয়াখালী সংবাদদাতা জানিয়েছেন।
পরে বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন।
জানতে চাইলে নোয়াখালী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ, ডিবি ও র্যাব সতর্ক অবস্থায় থাকায় শিক্ষার্থীদের বিক্ষোভে কোনো সংঘর্ষ হয়নি।'
Comments