ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, রংপুর ও গাজীপুরে বিজিবি মোতায়েন

ঢাকা চট্টগ্রাম রাজশাহী বগুড়ায় বিজিবি মোতায়েন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় পুলিশের সঙ্গে অবস্থান নিয়েছেন বিজিবির সদস্যরা। ছবি: স্টার

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, রংপুর ও গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে রংপুরে একজন, চট্টগ্রামে তিনজন এবং ঢাকায় দুইজন নিহত হয়েছেন।

 

Comments

The Daily Star  | English

Inflation 7% by next June: BB governor

Bangladesh Bank Governor Ahsan H Mansur yesterday said the interim government has set a target to reduce inflation to 7 percent by the end of next June and further below 5 percent in the next fiscal year..“We have reviewed many countries, including the US, the UK, European Union or Thailan

2h ago