দুবাইয়ের পথে এমভি আব্দুল্লাহ, পাহারা দিচ্ছে দুটি ফ্রিগেট

দুবাইয়ের পথে এমভি আবদুল্লাহ, পাহারা দিচ্ছে দুটি ফ্রিগেট
ছবি: সংগৃহীত

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর বিদেশি নৌবাহিনীর দুটি ফ্রিগেট বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে পাহারা দিচ্ছে।

আজ রোববার দুপুরে জাহাজের একজন ক্রু তার পরিবারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, এমভি আব্দুল্লাহহ জাহাজটি এখন দুবাইয়ের পথে।

এদিন একটি ফ্রিগেট থেকে নৌবাহিনীর কর্মকর্তারা এমভি আব্দুল্লাহ জাহাজে আসেন এবং আশ্বস্ত করেন, তারা এখন সুরক্ষিত। ছবিটি তোলা হয়।

আজই সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয় বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আব্দুল্লাহ এবং এতে থাকা ২৩ বাংলাদেশি নাবিক।

Comments

The Daily Star  | English

DC conference-2025: DCs push to override local reps’ powers

Deputy commissioners yesterday proposed reducing the authority of local representatives while expanding their own administrative powers in various sectors.

7h ago