এমভি আব্দুল্লাহ থেকে কয়লা খালাস শুরু, জাহাজেই দেশে ফিরবেন সব নাবিক

এমভি আব্দুল্লাহ। ফাইল ছবি/সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে কয়লা খালাস শুরু করেছে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ।

জাহাজে থাকা ৫৫ হাজার মেট্রিক টন কয়লা সোমবার রাত ১২টার দিকে খালাস শুরু হয় বলে জানান জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের কর্মকর্তারা।

তারা আরও জানান, কয়লা খালাসের পর জাহাজে কিছু আমদানি পণ্য তোলা হবে।

এছাড়া জাহাজের ২৩ নাবিকের সবাই একসঙ্গে জাহাজেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ জলদস্যুর কবলে পড়ে জাহাজটি।

গত ১৪ এপ্রিল সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে ৮ দিন পর গত রোববার রাতে জাহাজটি সংযুক্ত আরব আমিরাত পৌঁছায়।

কেএসআরএম গ্রুপের সহযোগী সংস্থা এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম এক বার্তায় দ্য ডেইলি স্টারকে জানান, জাহাজের ২৩ নাবিক জাহাজেই দেশে ফিরবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে দুই নাবিক আমিরাতের বন্দরে জাহাজ থেকে সাইন অফ করে উড়োজাহাজে দেশে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Iran state TV hit in Israeli attack on Tehran, resumes broadcast soon after

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

35m ago