মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে বাংলাদেশি নারীসহ নিহত ২

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে বাংলাদেশি নারীসহ নিহত ২
মিয়ানমার থেকে মর্টারশেলটি ছোড়া হয়। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে বাংলাদেশি নারীসহ দুইজন নিহত হয়েছেন। এতে এক শিশুও আহত হয়েছে।

আজ সোমবার দুপুর পৌনে তিনটার দিকে ঘুমধুমের চার নম্বর ওয়ার্ডের জলপাইতলী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি বাড়ির রান্নাঘরের ওপর মর্টারশেলটি এসে পড়ে। এতে দুইজন নিহত হন।

নিহত নারী হোসনে আরা বেগম (৪৫) জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।

অপর নিহত নবী হোসেন (৭০) উখিয়া কুতুপালং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ এবং ঘুমধুম ফাঁড়ির ইনচার্জ মাহাফুজ ইমতিয়াজ ভূঁইয়া।

তারা জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোহিঙ্গা পুরুষের মরদেহ ক্যাম্পে পাঠানো হয়েছে।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ার হোসেন ডেইলি স্টারকে জানান, হোসনে আরা বেগম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জলপাইতলীর এলাকার বাসিন্দা।দুপুরে তারা রান্নাঘরে বসে ভাত খাচ্ছিলেন। তখন সেখানে মিয়ানমার সীমান্তের ওপার থেকে মর্টারশেল এসে বিকট শব্দে বিস্ফোরণ।

এ ঘটনায় হোসনে আরা নিহত হয়েছেন এবং তার নাতি আহত হয়েছে।

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

27m ago