লাইনে ফাটল, চুয়াডাঙ্গায় ট্রেন চলাচলে ধীরগতি

রেললাইনে ফাটল
জীবননগর উপজেলার উথলী গ্রামে রেললাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয়রা রেল কর্তৃপক্ষকে জানায়। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় রেললাইনে আকস্মিক ফাটল দেখা দিয়েছে। এতে ওই লাইন দিয়ে ধীরগতিতে চলাচল করছে ট্রেন। 

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার উথলী গ্রামে রেললাইনে ফাটল দেখতে পায় স্থানীয়রা।

স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, 'ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি উথলী স্টেশন অতিক্রম করার পর উথলী-দর্শনা রেলপথের তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখতে পান উথলী গ্রামের এক বাসিন্দা। তিনি বিষয়টি রেলপথের দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান।'

পরে আনসার সদস্যরা রেললাইনে লাল পতাকা টাঙিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী মহানন্দা মেইল এবং পার্বতীপুর অভিমুখী রকেট মেইলকে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করতে বলেন।

উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাঈদ বিকেলে দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। অতিরিক্ত লোডের কারণে লোহার পাতিতে চিড় ধরেছে। এটাকে ক্র্যাক বলা হয়। মেরামতের কাজ চলমান। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।'

 

Comments

The Daily Star  | English

Crimes against humanity: trial against Hasina begins at ICT

Co-accused in the case are former home minister Asaduzzaman Khan Kamal and former IGP Abdullah Al-Mamun

40m ago