সিরাজগঞ্জে বঙ্গবন্ধু মহাসড়কে যান চলাচলে ধীরগতি

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলছে। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু মহাসড়কে একটি গাড়ি বিকল হওয়ায় ধীরগতিতে চলছে যানবাহন। মহাসড়কের হাটিকুমরুল এলাকায় সকাল থেকেই যানবাহনের ধীরগতি থাকায় উত্তরবঙ্গগামী কোনো এলাকার যানবাহন সঠিক সময়ে পৌঁছাতে পারছে না। সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ঘুরকা ব্রিজ এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ায় উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলে এই বিঘ্ন ঘটে।

যাত্রীরা জানান, বঙ্গবন্ধু সেতু পার হয়ে কয়েক ঘণ্টা মহাসড়কেই অপেক্ষায় থাকতে হচ্ছে। ফলে তাদের ভোগান্তি বাড়ছে।

গাজীপুর থেকে পাবনাগামী যাত্রী মো. আক্তারুজ্জামান বলেন, 'এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলছে। ফলে আমাদেরকে দীর্ঘ অপেক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে।'

ওসি মো. লুৎফর রহমান জানান, সকালে ঘুরকা ব্রিজ এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ে। ফলে সেসময় উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। মুহূর্তেই মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। এখন যানজট না থাকলেও যানবাহনগুলো অত্যন্ত ধীরগতিতে চলছে।

অতিরিক্ত যানবাহনের কারণে বাহনগুলো আরও কয়েক ঘণ্টা ধীরগতিতেই চলবে বলেও জানান ওসি।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

59m ago